একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে প্রিপেইড বা পোস্টপেইড মিলিয়ে যে কোনও অপারেটরের সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যাবে।
সম্প্রতি বাংলাদেশ টেলি-যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ ব্যাপারে শিগগিরই মোবাইল অপারেটরদের কাছে নির্দেশনা পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা।
অবশ্য এর আগে একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ২০টি সিম নিবন্ধন করা যাবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজকের বাজার : এমএম / ২৪ অক্টোবর ২০১৭