গত ১৪ এপ্রিল আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের ছোড়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং একটি ক্ষেপণাস্ত্রও দামেস্ক ধ্বংস করতে পারেনি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ওয়াশিংটনে এক বক্তব্যে এ দাবি করেন তিনি। ওই দিন সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানান ট্রাম্প। দৃশত রাশিয়ার বক্তব্যের পাল্টা জবাবে ট্রাম্পের এমন দাবি।
গতকাল সোমাবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ সম্মেলনে বলেছিলেন, তিন পশ্চিমা দেশ সিরিয়াকে লক্ষ্য করে ১০৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যেগুলোর ৭১টিই গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
উল্লেখ, সিরিয়ার পূর্ব গৌতায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর দৌমায় রাসায়নিক হামলার জন্য বাশার আল আসাদের বাহিনীকে দায়ী করে দেশটির সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় শনিবার (১৪ এপ্রিল) একযোগে আক্রমণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
এস/