একটি বিজ্ঞাপনই বদলে দিল বনিতার জীবন

বনিতা সান্ধুর স্বপ্নটাই বদলে দিলেন সুজিত সরকার। অন্য অভিনেত্রীদের চেয়ে একটু বেশিই গুরুত্ব দিয়ে দেখছেন বনিতাকে। এর পেছনে কারণটা কী? মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপন। নেহাতই ছোট্ট একটা স্বপ্ন নিয়ে এসেছিল লন্ডনে পাঠরতা এই মেয়েটি।

নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত দেখার ইচ্ছেটাই ছিল সব কিছু। এর বাইরে বড়সড় প্রতিষ্ঠার কথা নিজেও কখনো ভাবেননি। কিন্তু পাকেচক্রে বদলে গেল সবকিছুই।

সুজিত সরকার যখন ‘অক্টোবর’ ছবির কথা ভাবছেন, তখন এই মেয়েটির মুখটিই ভাসছিল তার মনের। যে হবে শরতের শিউলির মতো নরম। সুন্দর।

বনিতার চোখেমুখে অদ্ভুত সারল্যটাই আমায় টেনেছিল। আমি চেয়েছিলাম আমার নায়িকার একটু দক্ষিণ ভারতীয় লুক থাকবে। বড় বড় চোখ। তাই বরুণ আসার আগেই বনিতার কথা আমি ভেবে রেখেছিলাম। বললেন সুজিত।

ছবি শেষ করে স্বয়ং পরিচালকেরই ধারণা, বনিতার মধ্যে এমন এক স্ফুলিঙ্গ আছে, যা তাবড় অভিনেত্রীদের মধ্যে নেই। বনিতাকে পেলে বলিউড অন্য রকমভাবে ভাবতে শুরু করবে নায়িকাদের।

ক্যামেরার সামনে অত্যন্ত স্বচ্ছন্দ বনিতা। ট্রেলার দেখে এখনই বড় সার্টিফিকেট পেলেন বনিতা। লন্ডনের পড়াশোনা এখনও শেষ হয়নি। শেষ করে অভিনয় জগতেই কেরিয়ার গড়বেন কি না তাও ঠিক নেই, কিন্তু প্রথম ছবিতে পরিচালকের দেওয়া এই অলিখিত সার্টিফিকেটটা তাঁর সারা জীবনের পাথেয় হয়ে থাকবে।

এস/