ব্রণ ও ব্ল্যাকহেডস এমন এক সমস্যা যা ত্বকের সৌন্দর্য দিন দিন ম্লান করে দেয়। আজ আমি আপনাদের এমন এক ফেস প্যাকের কথা জানাব যা আপনাদের এই সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি দেবে। চলুন জেনে নিই কীভাবে এই প্যাক তৈরি করবেন আর কীভাবেই বা ব্যবহার করবেন-
যা যা লাগবে :
অলিভ অয়েল- ১ চা চামচ
মধু- আধা চা চামচ
বেকিং সোডা- ১ চা চামচ
যেভাবে তৈরি করবেন :
একটি পাত্রে অলিভ অয়েল, মধু ও বেকিং সোডা নিন। এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
যেভাবে ব্যবহার করবেন :
● প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
● এরপর একটু তুলো কিংবা ব্রাশ দিয়ে মিশ্রণটি মুখে, গলায়, ঘাড়ে ভালো করে লাগিয়ে নিন।
● প্যাকটি দেবার ১০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন।
● সপ্তাহে একদিন এই প্যাকটি স্কিন কেয়ারের অংশ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের নানা সমস্যা দূরসহ উজ্জ্বল ও দাগমুক্ত হবে।
তবে আর কি, ব্যস্ত সময়ের মাঝেই খুঁজে বের করুন ১০ মিনিট আর হয়ে উঠুন অনন্যা। কেননা মধু ত্বকের ব্যাকটেরিয়া দূর করার সঙ্গে সঙ্গে ব্রণ ও ব্ল্যাকহেডস সমস্যা থেকে রক্ষা করে। আর বেকিং সোডা ত্বকের মরা কোষ কয়েক মিনিটের মাঝেই দূর করে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং অলিভ অয়েল ত্বকে পুষ্টি জোগায়।
আজকের বাজার/আরিফ