‘একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না’

বন্যাদুর্গত এলাকায় একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না, প্রত্যেক মানুষের খাদ্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ আগস্ট শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় এক বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় বন্যাদুর্গতদের মনোবল না হারানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে। বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে জানিয়ে তিনি বলেন, যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে।

বন্যায় যেসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত ও যে সব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুতই ঠিক করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাস্তাঘাট মেরামতের ব্যবস্থা করছেন। বক্তব্যের পর প্রধানমন্ত্রী ৩ হাজার লোকের প্রত্যেককে ৩০ কেজি শুকনা খাবার ও ৯০ জনের মধ্যে আমন ধানের চারা বিতরণ করেন। এরপর তিনি স্থানীয় নেতা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সেখানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ বক্তব্য প্রদান করেন।

আজকের বাজার: এমএম/ ২৬ আগস্ট ২০১৭