একটি শক্তিশালী পুঁজিবাজারের জন্য প্রয়োজনীয় সবই করব: বিএসইসির চেয়ারম্যান

দায়িত্ব পেয়েই পুরোদমে কাজ শুরু করেছেন, বিএসইসির নতুন চেয়ারম্যান। বৈঠক করছেন, কমিশন কর্মকর্তাদের সাথে। জানান, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার জন্য সব ধরণের পদক্ষেপ নেবে, তার কমিশন। সেই সাথে তথ্য সরবরাহের আশ্বাসও দেন, নতুন চেয়ারম্যান।

কে হবেন বিএসইসির নতুন চেয়ারম্যান? কাকে দেখা যাবে পুঁজিবাজারের অভিভাবক হিসেবে? গেলো কয়েকমাস ধরে এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা।

সব জল্পনা-কল্পনার ঘটিয়ে ১৭ মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

দায়িত্ব পাওয়ার দ্বিতীয় দিনে সাংবাদিকদের জানালেন, তার ভবিষ্যত পরিকল্পনার কথা। বললেন, একটি শক্তিশালী পুঁজিবাজারের জন্য প্রয়োজনীয় সবই করবেন।

বিএসইসির নতুন অভিভাবক অধ্যাপক রুরাইয়াত-উল-ইসলাম জানান, দেশের পুঁজিবাজার মূলধনী শেয়ার নির্ভর। গভীরতা বাড়াতে আনা হবে নতুন নতুন পণ্য। গুরুত্ব দেবেন সুশাসনকে।

গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সবধরনের সহায়তার আশ্বাস দেন নতুন চেয়ারম্যান।