বিনিয়োগকারীদের একটু নিরবতায় মার্কিন পুঁজিবাজারের প্রযুক্তি খাত একদিনেই স্তব্দ। নাসডাক স্টক মার্কেটে শুক্রবার সূচক কমেছে খানিকটা। তবে আরেকটু বেশি পড়েছে প্রযুক্তি খাতে। আর তাতেই এদিন মাথায় হাত বড় বড় ধনকুবেরদের।
স্কাই নিউজের খবরে বলা হচ্ছে, আমাজনের কর্ণধার জেফ বেজোস এদিন খুইয়েছেন ২.৬ বিলিয়ন বা ২৬০ কোটি ডলার। তাকে এ জগতের অন্যতম ধনকুবের মনে করা হয়। এদিন তার কোম্পানির শেয়ার দর হারিয়েছে ৩ শতাংশ। নাসডাক স্টক মার্কেটে সূচক এদিন ১.৮ শতাংশ পতনে লেনদেন শেষ করে। এই মার্কেটে প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। সার্বিকভাবে এদিন প্রযুক্তি খাতের সূচক কমে ২.৭ শতাংশ।
মার্চে আমাজন দুবাই ভিত্তিক ই-টেইলার কোম্পানি সৌক কেনার পরিকল্পনার কথা জানায়। ওই সময় বেজোস এ খাতের ধনীদের মধ্যে দ্বিতীয় হন।কিন্তু শুক্রবার বাজার পতনে তিনি এখন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জারা ফ্যাশনের কর্ণধার আমানসিও ওর্তেগার পরে অবস্থান করছেন।
ফেসবুক, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফ্যাবেট, অ্যাপল ও মাইক্রোসফটের শেয়ারও এদিন নিম্নমুখী ছিল। মার্ক জাকারাবার্গ এদিন ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার হারান। অন্যদিকে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্জি ব্রিন হারান যথাক্রমে ১.৩২ বিলিয়ন ও ১.৩১ বিলিয়ন ডলার।
বর্তমানে বিল গেটসের সম্পদ ৮৯.২ বিলিয়ন; ওর্তেগা ৮৪.৬ বিলিয়ন, বেজোস ৮৩.৯ বিলিয়ন, জাকারবার্গ ৬৪ বিলিয়ন; পেজ ৪৮.১ বিলিয়ন ও ব্রিনের সম্পদ ৪৭ বিলিয়ন ডলার।
অ্যাপলের নতুন আইফোনের গতি হবে ধীর- এ খবরের পর শুক্রবার কোম্পানিটির শেয়ারের দরপতন হয় ৪.৭ শতাংশ। খবরে বলা হয়, প্রযুক্তি খাতে গত কয়েকদিন সুবাতাস বইছিল। কিন্তু এ থেকে একটু সংশোধন চাচ্ছিল বিনিয়োগকারীরা। যার কারণে তারা একটু বিরতি দিয়েছিল। এর প্রভাব পড়েছে বাজারে।
বিশেষজ্ঞরা বলছেন, আসলে বাজার নিম্নগতির হওয়ার তেমন কোনো কারণ নেই। এ পতনটা হচ্ছে সম্প্রতি বাজারের উল্লম্ফন গতির সাড়া।
আজকের বাজার:এলকে/এলকে/ ১০ জুন ২০১৭