করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৪ হাজার ৫৭০ জনের মৃত্যু হলো। নতুনভাবে কমপক্ষে এক লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯।
এরমাঝে, যুক্তরাষ্ট্রেই একদিনে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়। সবমিলিয়ে, দেশটিতে মৃতের সংখ্যা ৯৩ হাজার ছাড়ালো।
ভাইরাসের নতুন হটস্পট ব্রাজিলে রেকর্ড ১১শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফলে, দেশটিতে মোট প্রাণহানি প্রায় ১৮ হাজার। ব্রিটেনে একদিনে ৫৪৫ জনের মৃত্যুর পর ৩৫ হাজার ছাড়ালো প্রাণহানি। বিস্তার মোকাবেলায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এক বছরের জন্য বন্ধ রেখেছে সরাসরি শিক্ষাদান কর্মসূচি।
ইউরোপের দেশগুলোয় লক্ষ্যণীয়ভাবে কমেছে মৃত্যু আর সংক্রমণ। বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩ লাখ ২৪ হাজার ছাড়ালো প্রাণহানি। আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই।
বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, টানা লকডাউনে গোটা পৃথিবীর অর্থনীতি ৫ শতাংশ সংকুচিত হয়েছে। ফলে, নতুনভাবে দারিদ্রসীমার নিচে নামবে কমপক্ষে ৬ কোটির বেশি মানুষের অবস্থান।