আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। প্রথমবার পৃথিবীজুড়ে ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে দুই লাখের বেশি। একদিনে ভাইরাসটি কেড়ে নিয়েছে আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ। ফলে মৃতের সংখ্যা সোয়া পাঁচ লাখ ছুঁইছুঁই। আর মোট আক্রান্ত এক কোটি ১০ লাখ।
এদিকে ছয় শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ সাড়ে ৩১ হাজার। মোট আক্রান্ত ২৮ লাখ ৩৪ হাজার মানুষ। মহামারির ছয়মাসে প্রথমবার রেকর্ড ৫৭ হাজার নতুন সংক্রমণ দেখেছে দেশটি। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। মারা গেছেন ১৩শ’ মানুষ। মোট মৃত্যু ৬২ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ।
বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে, যা স্পেনের চেয়েও বেশি। আক্রান্ত দু’লাখ ৩৫ হাজারের মতো মানুষ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।