স্পেন ও মরক্কোর মাঝামাঝি সাগর থেকে শনিবার সাহারা অঞ্চলের ১৪১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্পেনের নৌ উদ্ধারকারী দল একথা জানায়।
সূত্র মতে, আলবোরান সাগর থেকে ৮৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা দু’টি নৌকাতে ছিল। একটি নৌকা প্রায় ডুবেই যাচ্ছিল। উদ্ধারকারী দল ওই নৌকার যাত্রীদের পানি থেকে তুলে আনে এবং সকলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া জিব্রাল্টার প্রণালী থেকে আরো ৫৫ জনকে উদ্ধার করা হয়।খবর বাসস।
চলতি বছরের শুরু থেকে সাগর পাড়ি দিয়ে প্রায় ১১ হাজার অভিবাসী স্পেনে এসে পৌঁছায়। এ সময়ে উত্তর আফ্রিকা থেকে সাগর পাড়ি দিতে গিয়ে ২০৩ জন প্রাণ হারায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বুধবার একথা জানায়।
আজকের বাজার/লুৎফর রহমান