একদিন পর আবারো লেনদেন নেমেছে ৩’শ কোটির ঘরে

চলতি সপ্তাহের তৃতীয় কাযদিবস মঙ্গলকার সূচকের উত্থান –পতনে লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজারে। একদিনের ব্যবধানে মোট লেনদেন ৫’শ কোটি থেকে নেমে ৩’শ কোটিতে ঠেকেছে। মোট লেনদেন ছাড়িয়েছে ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। আজ দিনশেষে সূচকের কিছুটা মিশ্রাবস্থা দেখা যাচ্ছে ডিএসইতে। লেনদেন কমার পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানও দর হারিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৪৯ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫২ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ১৮৩ টির দর কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৮ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫০ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৯৮ টির দর বাড়ে ১২৩ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৯ টির দর।

 

আজকের বাজার/মিথিলা