সপ্তাহের চতুর্র্থ কার্যদিবস বুধবার সূচকের পতনে লেনদেন শুরু হয় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনশেষ ডিএসইতে সূচক নিম্নমূখী থাকলেও সিএসইতে উর্ধমূখী রয়েছে। তবে গত দিনে চেয়ে বেড়েছে মোট লেনদেনের পরিমান। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি টাকা ৫৯ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে আজ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির দর কমেছে ১৭৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫২০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৩৪ টির দর বাড়ে ১২৬ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৫ টির দর।
আজকের বাজার/মিথিলা