পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬টি কোম্পানি প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। (জানুয়ারি-মার্চ) সময় শেষে এই প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩টি ব্যাংক খাতের, দুইটি বিমা খাতের ও একটি প্রকৌশল খাতের কোম্পানি।
যমুনা ব্যাংক
যমুনা ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১০ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২৯০ শতাংশ বা ২৯ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১৫ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৬ টাকা ৫৮ পয়সা।
ওয়ান ব্যাংক
ওয়ান ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৬২ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১১৭. ৭৪ শতাংশ বা ৭৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৭২ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৫৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২০ টাকা ১৯ পয়সা।
পূবালী ব্যাংক
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩৭ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৮ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২৭ টাকা ৮৪ পয়সা।
ফনিক্স ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৬৯ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ৩৪ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৩৪ টাকা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩১ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৫ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৩৬ পয়সা।
সিঙ্গার বিডি
প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৮০ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।
আজকের বাজার:এলকে/এলকে/ ৯ মে ২০১৭