সফররত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রায় শেষ হয়ে এলো। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল (শুক্রবার)। এরপর ঢাকায় ফিরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৯ মার্চ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে দলভূক্ত করা হয়েছেন বাম-হাতি স্লো অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ।
ঘোষিত বাংলাদেশ দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ এবং নাসুম আহমেদ।
আজকের বাজার/এ.এ