ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন প্রকল্পসহ মোট ১৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৩শ' ৭২ কোটি টাকা।
বৃহস্পতিবার (২১ জুন) রাজধানীর শেরে বাংলানগরের এনইসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে ২৬তম একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, উন্নত প্রযুক্তির পাসপোর্ট প্রণয়ন, পাসপোর্টের নিরাপত্তা বাড়ানো, বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় সরকার। এছাড়াও ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিক ও আগত বিদেশি নাগরিকদের সুষ্ঠুভাবে যাওয়া আসা নিশ্চিত করতেই নতুন এ প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানানো হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, পদ্মাসেতু প্রকল্পের অতিরিক্ত ১ হাজার ১শ' ৬২ একর জমি অধিগ্রহনের জন্য আলাদা একটি প্রল্পের অনুমোদন দিয়েছে একনেক। এতে বরাদ্দ রাখা হয়েছে ১৪শ' কোটি টাকা।
আরজেড/