‘একবার নয়, ডজনেরও বেশি সময় আমার সঙ্গে অন্তরঙ্গে মিলিত হন ট্রাম্প’

অবৈধ যৌনতায় আবারো নাম জড়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার বোমা ফাটালেন প্রাক্তন মার্কিন মডেল ক্যারন ম্যাকডগাল। প্রথম বার যৌন সম্পর্কের পর ট্রাম্প তাকে বিপুল পরিমাণে অর্থ দিতে চেয়েছিলেন বলেও গতকাল শুক্রবার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, ২০০৬ সালে ট্রাম্প তখন নিউইয়র্কের ধনকুবের এবং চুটিয়ে টিভি-প্রোগ্রাম করছেন। এমন একটা সময়েই তিনি ট্রাম্পের প্রেমে পড়েন বলে জানিয়েছেন ক্যারন। তার দাবি, প্রায় এক বছর তাদের মধ্যে সম্পর্ক ছিল। এক কিংবা দুই বার নয়, ডজনেরও বেশি বার যৌন সম্পর্ক হয়েছিল তাদের।

প্রতিবেদনে বলা হয়, গত মাসেই এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি। তবে ট্রাম্পের অর্থ দিতে চাওয়ার কথা জানালেন কালই প্রথম। মেনে নিলেন, ট্রাম্প তাকে বিয়ে করবেন ধরে নিয়েই এগিয়েছিলেন তিনি। কিন্তু এত দিন কেন মুখ খোলেননি?

ক্যারন বলেন, মানুষটা কেমন, সেটা সবার জানা উচিত। আরো অনেকে বলছে বলেই এগিয়ে এলাম। ভালোবাসার কথা বলে কেন যে অর্থ দিতে চেয়েছিলেন, সেটা আজও বুঝতে পারি না। হোয়াইট হাউজ সূত্রের খবর, মডেলের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন প্রেসি়ডেন্ট ট্রাম্প।

এস/