অবৈধ অভিবাসীদের উপর মালয়েশিয়া সরকারের ধরপাকড় অভিযানের এক মাস পেরিয়ে গেছে। গত জুনে দেশটিতে মোট ৫ হাজার ৬৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ১ হাজার ৫২০ জন।
অভিবাসন দপ্তরের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বারনামার খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, মালয়েশিয়া সরকার ই-কার্ডের সুযোগ দেওয়ার পরও যথাসময়ে এসব বাংলাদেশি আবেদন করেনি।
এক বিবৃতিতে দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী জানান, ধরপাকড় অভিযানে মোট ১৭ হাজার ৯৫৫ জন প্রবাসীকে চেক করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬৫ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অবৈধদের সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ১০৮ জন মালিককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক হওয়া প্রবাসীদের মধ্যে বাংলাদেশি সবচেয়ে বেশি। এর পরে রয়েছে ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ফিলিপাইন।
অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত দেশটিতে মোট বৈধ শ্রমিক রয়েছে ১৭ লাখ ৮০ হাজার জন। এর মধ্যে বাংলাদেশি ২ লাখ ২১ হাজার ৮৯ জন। এ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
দেশটিতে ইন্দোনেশিয়ার শ্রমিক সবচেয়ে বেশি। আলোচ্য সময় পর্যন্ত দেশটিতে বৈধ ইন্দোনেশিয়ান ৭ লাখ ২৮ হাজার। এর পরেই আছে নেপাল ও বাংলাদেশ। এছাড়া মিয়ানমার থেকে বৈধ শ্রমিক আছে ১ লাখ ২৭ হাজার।
আজকের বাজার: এলকে/এলকে ১ আগষ্ট ২০১৭