একমাসে ১৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা বেড়েছে ডিএসইর রাজস্ব আদায়

ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে এপ্রিল মাসে । উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকেই রাজস্ব আদায়ের বড় একটি অংশ এসেছে

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত এপ্রিল মাসে ডিএসইতে মোট রাজস্ব আদায় হয়েছে ৪৩ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা। মার্চ মাসে এ পরিমান ছিল ২৩ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার টাকা। মাসের ব্যবধানে বেড়েছে প্রায় ১৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে, এপ্রিলে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ৬ কোটি ৯৮ লাখ টাকা। আগের মাসে শেয়ার লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছিল ৯ কোটি ৩৯ লাখ ১২ হাজার টাকা।

আর গত মাসে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা। আগের মাসে রাজস্ব আদায় হয়েছিল ১৪ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা।

এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে ডিএসইতে থেকে সরকার ৩২ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় করেছে ২৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার টাকা ।

 

 

আজকের বাজার/ মিথিলা