এবারের শিশু অধিকার সপ্তাহকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সারা বাংলাদেশে আয়োজন করে চিত্রাংকন উৎসব। ‘আমরা কেমন আছি’ শিরোনামে দেশের ৬৪ জেলায় একযোগে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে আঁকা শিশুদের ছবিগুলোর ভেতর থেকে ঢাকায় তিনটি করে ছবি পাঠানো হয়। এসব ছবি নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে প্রদশর্নীর ব্যবস্থা করা হয়। প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।
প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন’র সিআরজি অ্যান্ড চাইল্ড পোটেকশন বিভাগের ডেপুটি ডিরেক্টর আশিক ইকবাল।
আজকের বাজার: আরআর/ ১৮ অক্টোবর ২০১৭