একরামকে ‘হত্যা’ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহতের ঘটনাটি একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন। ওই তদন্তে এটি হত্যা হিসেবে বিবেচিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২ জুন) ধানমন্ডিতে নিজ বাসায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, প্রকাশ হওয়া অডিও ক্লিপ খতিয়ে দেখা হবে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

গত শনিবার (২৬ মে) রাত ১২টার কিছু আগে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের নোয়াখালিয়া পাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক।

এরপর একরামের পরিবার দাবি করে তাকে  পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করে তার পরিবার। একরাম তিনবারের নির্বাচিত কাউন্সিলর।

একরামুলের স্ত্রীর দেওয়া একটি অডিও রেকর্ড শুক্রবার বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।

একরামের স্ত্রীর অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনা নিয়ে যে অডিও প্রকাশ হয়েছে সেই অডিওটা আমার কাছে আসেনি কিংবা এ নিয়ে অফিসিয়াল প্রতিবাদ আমাদের কাছে এখনও পর্যন্ত কেউ করেনি। অডিওটা আমাদের কাছে আসবে, আমরা এটা চেক করবো।

তিনি বলেন, এ ধরনের ঘটনা যদি ঘটেই থাকে, যদি প্রমাণ হয়, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিচার হবে।

তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন অমান্য করে থাকেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা প্রলুব্ধ হয়ে এই ধরণের ঘটনার সূত্রপাত করে থাকেন, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাসেল/