সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ভালো কাজ, বৃহৎ কাজ ও মহৎ কাজ করতে গেলে দুই-একটি ভুল হতেই পারে। তদন্ত সাপেক্ষে সে ভুলের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
একরাম ভিকটিম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা সম্ভব না বলেও জানান তিনি।
শনিবার (২ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরীতে নারীদের জন্য বাস সার্ভিস ‘দোলন চাপা’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযানে নিরীহ কেউ ভিকটিম হলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক কারণে একটি দল এ অভিযানের বিরোধিতা করছে। এ অভিযানে দেশের মানুষ খুশি।
আজকের বাজার/একেএ