মাত্র একশ টাকা নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরায় খুনের ঘটনা ঘটেছে। জেলার কলারোয়ায় চাচাতো ভাই সাঈদের ছুরিকাঘাতে ভ্যান চালক রুবেল হোসেনকে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় হেলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রুবেলের সাথে তার চাচাতো ভাই আবু সাঈদের মাত্র একশ’ টাকা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরেই সাঈদ তার গলায় ছুরি বসিয়ে দেয়। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে আনার পথে রুবেলের মৃত্যু হয়।
তবে, এ ঘটনায় অভিযুক্ত সাঈদকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮