নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে শাহিদা নামে এক বধূর গর্ভে একসঙ্গে জন্ম নেয়া ৪ সন্তানের একজন মারা গেছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা চলাকালীন সময়ে শিশুটি মারা যায়।
শিশুটির নাম রাখা হয়েছিল মারিয়া। তার ওজন ছিল ৫০০ গ্রাম।
একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতককেই হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের আইসিইউতে রাখা হয়েছে।
বিয়ের ১১ বছর পর এক সাথে চার সন্তানের জন্মের পরপরই কৃষক দম্পতি আনন্দে তাদের নাম রেখেছিলেন মঞ্জিলা, মনিরা, শাহাদত এবং মারিয়া। বর্তমানে আইসিসিইউতে চিকিৎসাধীন মঞ্জিলা, মনিরা ও শাহাদত।
শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চার সন্তানের জন্ম দেন শাহিদা। তিনি সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনারকান্দি গ্রামের মিলন মিয়ার স্ত্রী। একসঙ্গে চার সন্তানের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ হাসপাতালে ভিড় জমান নবজাতকদের একনজর দেখার জন্য।
আজকের বাজার/এমএইচ