বেশ লম্বা সময় হল একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি অভিষেক ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে। কিছু দিন আগে শোনা গিয়ে ছিলো আবারো একসঙ্গে দেখা যাবে তাদের নির্মাতা অনুরাগ অনুরাগ কশ্যপের নতুন ছবি 'গুলাব জামুন'এ। কিন্তু শেষ মুহূর্তে তারা কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।
জি-নিউজ জানায়, মনি রত্নমের 'রাবন' এ শেষবারের মত একসঙ্গে দেখা গেছে অভিষেক-ঐশ্বরিয়াকে। সে প্রায় ৮ বছর আগের কথা। 'রাবন'-এর পর থেকে এখনও পর্যন্ত আর কোনও সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি তারা।
এদিকে 'মনমর্জিয়া'র শুটিংয়ের সময় খবর আসে, অনুরাগ কাশ্যপের পরবর্তী প্রজেক্টে অভিষেকের সঙ্গে শুটিং ফ্লোরে দেখা যাবে রাই সুন্দরীকে। যা নিয়ে বলিপাড়ায় শুরু হয় জোর জল্পনা।
এ বছরের জানুয়ারি মাসেই 'গুলাব জামুন' এর শুটিং শুরু করার কথা ছিল অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির। কিন্তু, নতুন বছর শুরু হতেই সেই আশায় জল ঢেলে দেন তারা। ভক্তদের শোনালেন দু:সংবাদ। জানা যায়, ছবিতে তারা দু'জন কাজ করছেন না।
তবে কী কারণে বচ্চন দম্পতি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন, এ বিষয়ে স্পষ্ট কোন ব্যখ্যা পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ