কোটা সংস্কারের দাবিতে ফের উত্তাল টিএসসি।সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ।
মঙ্গলবার দুপুরের পর রাজু ভাস্কর্যের সামনের সড়কে অবস্থান নেন তারা। তাদের অবরোধের মুখে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে জড়ো হতে থাকে শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
এর আগে মঙ্গলবার সকালে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের মূল উদ্যোক্তা সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ফাঁদে পা না দিয়ে সবাইকে আগামী ৭ মে পর্যন্ত ধৈর্য ধরতে বলেছেন।
তবে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একাংশের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের দাবি না মেনেই রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন।
আজকের বাজার/আরজেড