ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যায় আর্জেন্টাইন ফুটবলারদের। এখন দলের ভেতর এখন কী চলছে সেটা খেলোয়াড়দের থেকে ভালো বোধহয় কেউ জানেন না।
এত গুঞ্জনের মধ্যে ফের গুঞ্জন শুরু। আগুয়েরোর কথা নিয়ে চলছে নানান গুঞ্জন। সেটারই রেশ ধরে গ্রুপের শেষ ম্যাচে দলের একাদশে হয়তো দেখা যাবে না এই ম্যান সিটি তারকাকে।
নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আগুয়েরোর থেকে কোচ বেশি ভরসা করছেন হিগুয়াইনকেই। প্রথম দুই ম্যাচে হিগুয়াইন বেঞ্চে বসেই কাটান। বদলি হিসেবে নেমেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই জুভেন্টাস তারকা। হিগুয়াইনের ম্যাচে খেলার থেকে সবচেয়ে বড় আলোচনায় আগুয়েরোর সঙ্গে কোচের অন্তর্দ্বন্দ্ব।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর আগুয়েরো মিডিয়ায় কোচের ফরমেশন নিয়ে বলেন, ‘দেখা যাক, কোচ এ ব্যাপারে কী বলেন।’ এরপর থেকেই কোচের সঙ্গে তার গুঞ্জনের ডালপাল বাড়তে থাকে। যদিও আর্জেন্টাইন ফেডারেশনের প্রধান তাপিয়া জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে কোচের কোন প্রকার ঝামে হয়নি। কিন্তু সাম্পাওলি যে আগুয়েরোকে এই ম্যাচে প্রথম একাদশে নামাবেন না, সেটা এক প্রকার নিশ্চিত বলা চলে।