একাদশে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ নেই

যেসব শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তিতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হতে পারেননি, তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তাদের ভর্তির ব্যাপারে আগামী ৭ জুলাই পরবর্তী নির্দেশনা ও করণীয় জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

ভর্তি বঞ্চিত এ সব শিক্ষার্থীদের করণীয় আগামী ৭ জুলাই www.xiclassadmission.com এবং www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য একাদশে ভর্তির তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে ২৫ জুন রাতে। এছাড়া ১০জুন প্রথম পর্যায়ের ও ২১ জুন ২য় পর্যায়ের ফল প্রকাশিত হয়েছিল। তিন পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু ১ জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত।

চলতি বছর বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা ১০০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কোন আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসেবে ভর্তি করানো হবে।

রাসেল/