একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন তিনি।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।
সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ভাষণে নির্বাচন পরিচালনায় দলমত নির্বিশেষে সব নাগরিকের সহযোগিতা চান সিইসি কে এম নুরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতির ওপর কিছুটা আলোকপাত করব। নির্বাচন পরিচালনায় সব নাগরিকের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’
এসময় তিনি শান্তিপূর্ণ উন্নয়ন অব্যাহত রাখতে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যদি তাদের মধ্যে কোনো দ্বিমত থাকে তাহলে আমি রাজনৈতিকভাবে তা সমাধান করার আহ্বান জানাই। আমি প্রত্যেকের প্রতি ধৈর্য প্রদর্শন এবং একেঅপরকে সম্মানজনক রাজনৈতিক আচরণ দেখানোর অনুরোধ করছি।’
সিইসি সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন।
সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।
আজকের বাজার/এমএইচ