সিলেটে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদ হাসনাতকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার লুৎফুর ম্যানশন থেকে মাহমুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ২৫ বছর বয়সী যুবক সিলেটের জকিগঞ্জ উপজেলার রাড়াই গ্রামের ফারুক মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, দক্ষিণ সুরমার এক তরুণীর সঙ্গে মাহমুদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভনে তাদের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে বিয়ে না করায় মাহমুদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার পর তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান