পুজিঁবাজারে তালকিাভুক্ত প্রতিষ্ঠান ইনট্রকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড সাবসিডিয়ারি ৫ টি প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করার এ সিদ্ধান্ত নেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ৫টি হলো: আব্বাস এ্যন্ড ইলিয়াস এন্টারপ্রাইজ লিমিটেড, ইস্ট ইন্ড অটোমোবাইলস লিমিটেড, এম হাই এ্যন্ড কোং সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা এন্ড সন্স লিমিটেড, গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড।
আরও জানা যায়, সাবসিডিয়ারি ৫ টি প্রতিষ্ঠানের ৯৫ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে মাদার কোম্পানি ইনট্রাকোর কাছে। একত্রতি করার মাধ্যমে সমস্ত সম্পদের দায়ভার গ্রহণ করবে প্রতিষ্ঠানটি। এরফলে, কোম্পানিগুলোর ৩৫ শতাংশ কর হারের পরবির্তে ২৫ শতাংশ কর হার আরোপ হবে। এভাবে পরিচালন ব্যয় হ্রাস পাবে। একীভূতকরণের মাধ্যমে ইনট্রাকো প্রতিষ্ঠানগুলোর সব শেয়ার অর্জন করবে।
আজকের বাজার/মিথিলা