বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি থাকায় একুশের প্রথম প্রহরে শহিদদ মিনারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর পরিবর্তে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সকালে বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত থাকলে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতেন। যেহেতু তিনি কারাগারে, তাই আমরা এবার প্রথম প্রহরে শহীদ মিনারে যাচ্ছি না। তবে সকাল ৬টায় বলাকা সিনেমা হলের সামনে থেকে শহীদ সালাম ও বরকতের কবরে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিবসহ অন্য নেতারা শহীদ মিনারে যাবেন।
আরএম/