এক্সপোতে নারীদের জন্য ‘সঞ্চয়িতা’ নিয়ে সিএপিএম

শেয়ারবাজার মেলায় নারীদের জন্য ‌‌‌‍‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌’সঞ্চয়িতা’ নামে বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে সিএপিএম এ্যাডভাইজরি। ২৫ থেকে ৪০ শতাংশ কমিশন রেটের সুবিধা থাকছে নারী বিনিয়োগকারীদের জন্য। বিনিয়োগ ও লেনদেনের উপর ভিত্তি করেই কমিশনের রেট নির্ধারণ করা হবে।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপোর প্রথম দিন বৃহস্পতিবার। কথা হলে প্রতিষ্ঠানটির দায়িত্বরত কর্মকর্তা আবদুল মুহিত মুস্তফা আলম বলেন, শেয়ারবাজার মেলায় এক ঘণ্টার মধ্যে বিও একাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা। মেলা উপলক্ষ্যে আমরা বিও একাউন্ট ফ্রি খোলার সুবিধা দিচ্ছি। এছাড়া লিংক একাউন্ট খোলার ক্ষেত্রেও এ সুবিধা দিচ্ছি আমরা। কোন প্রকার হিডেন চার্জ এখানে থাকবে না।

তিনি আরো বলেন, আমরা মূলত মার্চেন্ট ব্যাংক। বিনিয়োগকারীদের আমরা মার্জিন লোন সুবিধা দিয়ে থাকি। এছাড়া নারী বিনিয়োগকারীদের জন্য মেলা উপলক্ষে আমরা ‘সঞ্চয়িতা’ নামে একটি বিশেষ প্যাকেজ এনেছি। নারী বিনিয়োগকারীরা বিনিয়োগ ও লেনদেনের ক্ষেত্রে ২৫ থেকে ৪০ শতাংশ কমিশন সুবিধা পাবেন।

তিনি জানান, আমাদের নিয়মিত সুযোগ-সুবিধাগুলোও মেলা উপলক্ষ্যে আমরা গ্রাহকদেরকে দিয়ে থাকছি।

এদিকে এক্সপো উপলক্ষ্যে ৩ দিনই থাকবে নানা বিষয়ে সেমিনার। আজ ৭ ডিসেম্বর বৃস্পতিবার বিকালে থাকবে বিদ্যুৎ খাত নিয়ে বিশেষ আলোচনা। এতে তালিকাভুক্ত ৪ বিদ্যুৎ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা অংশ নেবেন। ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হবে বিনিয়োগের কলাকৌশল বিষয়ক আলোচনা। এতে ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্টরা আলোচনায় অংশ নেবেন।

একই দিন বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে এফআরসি ও পুঁজিবাজারঃ প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন এফআরসির চেয়ারম্যান। এতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট ও চার্টার্ড সেক্রেটারিরা অংশ নেবেন।

আগামী ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ক্যারিয়ার ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন বিএসইসির সাবেক কমিশনার, বর্তমানে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান। সেমিনারে ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজাররা তাদের নিজ নিজ খাতে ক্যারিয়ারের কী কী সম্ভাবনা আছে, এই সম্ভাবনা কাজে লাগাতে কোন যোগ্যতা ও প্রস্তুতি প্রয়োজন তা তুলে ধরবেন।

একই দিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আজকের বাজার:এলকে/এলকে ৭ ডিসেম্বর ২০১৭