জেপি মরগান চেজ ব্যাংক এনএ-এর পক্ষ থেকে দ্য এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড ২০১৮ লাভ করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।
সোমবার (৬ আগস্ট, ২০১৮) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলীর নিকট এ সম্পর্কিত একটি প্রশংসাপত্র হস্তান্তর করেন জেপি মরগান চেজ ব্যাংক এনএ, বাংলাদেশ এর প্রধান প্রতিনিধি সাজ্জাদ আনাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম ও এক্সিম ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ইছরাইল খানসহ প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।
উল্লেখ্য, ২০১৮ সালে এক্সিম ব্যাংক বেস্ট-ইন-ক্লাস এমটি২০২ স্ট্রেইট থ্রো প্রসেস (এসটিপি) রেট ৯৯.অর্জন করায় জেপি মরগান ব্যাংকের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
আজকের বাজার/এমএইচ