বাংলাদেশ ব্যাংককর্তৃক প্রদত্ত এডি লাইসেন্সের আওতায় এক্সিম ব্যাংকের গরীব-এ-নেওয়াজ শাখায় বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ২২ জানুয়ারী ২০১৯ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে অত্র শাখার বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর, শাহ্ মোহাম্মদ আব্দুল বারী, বিশ্বব্যাংকের এনএটিপি-২ প্রকল্পের পরামর্শক নুরুল হক চৌধুরী সহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ ।