জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বুধবার এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও আলোচনা সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে এই দেশের জন্ম হতো না। কিন্তু জাতির জনকের নির্মম হত্যাকান্ডের ফলে এই দেশের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, মোঃ হুমায়ূন কবীর এবং শাহ্ মোঃ আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে জাতির জনক ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বিজ্ঞপ্তি/জাকির