এক কর্পোরেট পরিচালকের ৫৬লাখ ইউনিট বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের করপোরেট উদ্যোক্তা সাড়ে ৫৬ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের করপোরেট উদ্যোক্তা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কাছে থাকে ফান্ডটির ৮৩ লাখ ৭০ হাজার ৪০৯টি ইউনিটের মধ্যে ৫৬ লাখ ৬২ হাজার ৭১১টি ইউনিট বিক্রি করবে। ঘোষিত ইউনিট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বিক্রি সম্পন্ন করবে এই করপোরেট উদ্যোক্তা।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮