বিচ্ছেদের পরও তারা এখনো ভালো বন্ধু হিসেবেই পরিচিত। সে ‘টাইগার জিন্দা হ্যায়’ হোক কিংবা বিদেশ ভ্রমণ। প্রায়শই ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যায় সালমান খানকে। যা নিয়ে প্রায় সব সময়ই সরগরম থাকে পেজ থ্রি-র পাতা।
বলিউড টাইমস এক প্রতিবেদনে জানায়, আর এবার ফের একসঙ্গে দেখা গেল সালমান খান ও ক্যাটরিনা কাইফকে।
প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের সামনে হাজির হয়ে এবার একই কাপে কফিতে চুমুক দেন সালমান ও ক্যাটরিনা। তাদের দু’জনকে যখন একই কাপে কফিতে চুমুক দিতে দেখা যায়, তখন থেকেই শুরু হয় জোর জল্পনা।
যদিও যতই জল্পনা হোক না কেন, বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেন সালমান ও ক্যাটরিনা। কিন্তু দু'জনে মুখে কুলুপ আঁটলেও, ওই ভিডিও প্রকাশ হওয়ার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তির পর থেকেই রমরমিয়ে ব্যবসা করছে পরিচালক আলি আব্বাস জাফরের ওই ছবি। ‘এক থা টাইগার’-এর পর ওই ছবির সিক্যুয়েল নিয়েও দর্শকদের মধ্যে প্রত্যেশার পারদ চড়তে শুরু করে।
এস/