এক নারীর কাশির শব্দ শুনে সঙ্গে সঙ্গেই ৩০ লাখ টাকার খাবার ফেলে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই নারীকে আটকও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লজার্নের কান্ট্রিতে। মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগে ওই নারীকে আটক করা হয়।
জানা গেছে, ২৫ মার্চ বিকেলে মার্জার্ট কিরকো নামে ওই নারী সুপারমার্কেটে এসে নিজেকে করোনা আক্রান্ত দাবি করেন। তারপর ইচ্ছাকৃতভাবে ওই মার্কেটের ভালো খাবারের ওপর কফ ফেলেন। এ ঘটনার পর সুপারমার্কেটের কর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব ওই নারীকে সুপারমার্কেট থেকে বের করে দেন। তারপর ওইসব খাবারও ফেলে দেয়া হয়। এমনকি পুরো সুপারমার্কেট জীবাণুমুক্ত করা হয়।
পুলিশ বলছে, ওই নারী আরো কয়েক জায়গায় এ ধরনের আচরণ করেছেন। পরে এক দোকান থেকে ১২ বোতল বিয়ার চুরি করেছেন তিনি। কয়েক ঘণ্টা পরে তাকে আটক করা হয়েছে।
তবে ওই নারীর দাবি – তিনি মজার ছলে এটি করেছেন। তার মানসিক সমস্যা রয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজকের বাজার / এ.এ