সৌদি আরবের আজওয়া খেজুর প্রতি কেজি বিক্রিতে এক হাজার দুইশ’ টাকা লাভ করছেন ব্যবসায়ীরা।
পাইকারি ব্যবসায়ীরা আজওয়া খেজুর প্রতি কেজি এক হাজার ছয়শ’ টাকায় কিনে দুই হাজার আটশ’ টাকায় বিক্রি করছেন।
এই খেজুর প্যাকেটজাত করে ঢাকা, চট্টগ্রামসহ বড় কয়েকটি শহরের অভিজাত দোকানে প্রতি কেজি দুই হাজার আটশ’ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে সৌদি আরবের আম্বার খেজুর আমদানিকারকরা বিক্রি করছেন এক হাজার পাঁচশ’ টাকায়। আর তা বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার ৭৫০ টাকায়।
ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ জানান, ‘পাইকারি ও খুচরা দামের পার্থক্য ১০০-২০০ টাকার বেশি হওয়ার কথা নয়। হিমাগারে সংরক্ষণ, পরিবহন ও প্যাকেটজাতের খরচ হিসাব করেও খুচরা দাম এতো বেশি হওয়া স্বাভাবিক ঘটনা নয়।’
আজকের বাজার/আরআইএস