রাজধানী ঢাকায় এক কোটি জাল টাকাসহ ১০ জন জাল টাকা কারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান চালিয়ে জাল টাকা কারবারির ১০ জনকে আটক করা হয়েছে।
এ সময় এক কোটি জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আজকের বাজার/এসএম