এক গাছে ৫১ প্রজাতির আম

এক গাছে ৫১ প্রজাতির আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম গ্রামের রবি মরশেতওয়্যার। লাল, সবুজ, হলুদ, লম্বাটে, গোলাকার সহ বিভিন্ন রঙ এবং আকৃতির হরেক প্রজাতির আম ঝুলে আছে তার গাছে।

রবি জানান, ২০০১ সালে উচ্চ বেতনের সিভিল ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে নিজের জন্মস্থান মহারাষ্ট্রের ওয়াসিম গ্রামে ফিরে আসেন তিনি। এরপর তিন একর জমিতে বিভিন্ন ফল এবং সবজির চাষাবাদ শুরু করেন। পাশাপাশি গ্রামের কৃষকদের শেখানো শুরু করেন জৈবসার তৈরি ও ব্যবহারের প্রক্রিয়া। সে সময় ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৃষক সুভাষ পালেকরের সঙ্গে পরিচয়সূত্রে তিনি গ্রাফটিং বা কলম পদ্ধতির কথা জানতে পারেন।

মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় গিয়ে রবির পরিচয় হয় দেভরিকরের সঙ্গে, যিনি কলম পদ্ধতিতে একটি গাছে ১৫ প্রজাতির আম ফলিয়েছেন। সেখানে দেভরিকরের কাছ থেকে কলম পদ্ধতি শিখে নিয়ে মহারাষ্ট্রের প্রায় ২১টি গ্রাম ঘুরে চাষীদের কাছ থেকে দুর্লভ প্রজাতির আমগাছের ডাল সংগ্রহ করেন রবি। তারপর সেগুলোকে নিজের বাগানের ৫০ বছরের পুরোনো একটি আমগাছে মোট ১৩৫০ টি কলম করেন। পরবর্তীতে সেখান থেকে নতুন নতুন শাখা বেরিয়ে বিভিন্ন প্রজাতির আম ফলেছে বলে জানান রবি।

সুত্র:আনন্দবাজার

আজকের বাজার: মেমু/সালি/৩ জুলাই ২০১৭