মশকারা করে বান্ধবীকে চুম্বন করেছিল তুরস্কের স্কুলপড়ুয়া এক কিশোর। সেই দৃশ্যের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল তাদেরই আরেক বান্ধবী।
এ ঘটনার ফলে এখন চার বছরের জেল খাটতে হবে তুরস্কের আন্তালিয়া প্রদেশের সেই কিশোরকে।
জানা যায়, ১৩ বছর বয়সী বান্ধবীকে স্কুলে দুষ্টুমির এক পর্যায়ে চুমু দিয়েছিল ওই কিশোর। সে দৃশ্য ধারণ করে তাদের আরেক বান্ধবী পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষ দেয় মামলা ঠুকে।
কিশোরটির আইনজীবী আদালতকে অভিযুক্তের বয়স বিবেচনায় রেখে সাজা কমানোর আবেদন জানিয়েছিলেন। কিন্তু আদালত ওই আবেদন খারিজ করে চার বছরের জেল দিয়েছে ওই কিশোরকে।
ভিডিও ধারণকারী বান্ধবীকেও ‘আপত্তিকর ছবিতে শিশুকে ব্যবহার’ করার অপরাধে মামলায় জড়ানো হয়। বিচার প্রক্রিয়ার সময় তাকেও হাজির থাকতে বাধ্য করা হয়। এমন ভিডিও ছড়ানোর অপরাধে আরও চারজনকে এ মামলায় অন্তর্ভুক্ত করা হলেও পরে এ পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।
আজকের বাজার/এএল