এক ডজনেরও বেশি যু্দ্ধজাহাজের অংশগ্রহণে রুশ-চীন যৌথ নৌ-মহড়া

১৮ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হওয়া রাশিয়া ও চীনের সাতদিনের একটি যৌথ নৌ-মহড়ায় অংশ গ্রহণ করছে এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ।

রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র ভ্লাদিমির মাতভিব জানান, জাপান সাগর এবং ওকহোৎসেকে এ নৌ-মহড়া চলবে। গত জুলাই মাসে বাল্টিকে অনুষ্ঠিত হয়েছে এ মহড়ার প্রথম অংশ।

এ নৌ-মহড়ায় দ্বিতীয় পর্যায়ে অংশ নেবে ১১টি যুদ্ধজাহাজ, ২টি ডুবোজাহাজ, চারটি উদ্ধারকারী জাহাজ, চারটি ডুবোজাহাজ বিধ্বংসী বিমান এবং যুদ্ধজাহাজের অবতরণের উপযোগী চারটি হেলিকপ্টার।

চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার ‘সক্রিয় অংশে’ তাজা গোলাগুলি ব্যবহারের কথা জানানো হয়েছিল।

বিশেষজ্ঞদের মন্তব্য, এতে সামরিক দিক দিয়ে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে রাশিয়া ও চীন। এমন সময় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে যখন আমেরিকা ও জাপানের সঙ্গে চীনের যখন নানামুখী সামরিক উত্তেজনা চলছে।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৮ সেপ্টেম্বর ২০১৭