প্রথমবারের মতো ব্যাংকটির ৭৫ কোটি ২০ লাখ পাউন্ড মুনাফা হয়েছে। বিশ্ব মন্দার আগে ২০০৭ সালে বেইল-আউট গ্রহীতা ব্যাংকটি সর্বশেষ নিট মুনাফার ঘোষণা দিয়েছিল।
মামলা-মোকদ্দমা খাতে প্রচুর ব্যয়ের কারণে এতদিন নিট মুনাফার ধারায় ফিরতে পারেনি আরবিএস। এসব মামলার অধিকাংশই ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের সাবপ্রাইম আবাসন সংকটে ব্যাংকটির জড়িত থাকার কারণে দায়ের করা হয়েছিল।
ব্যাংকটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে গত নভেম্বরে আরবিএসের প্রায় দুই-তৃতীয়াংশ শেয়ার দেড় হাজার কোটি পাউন্ডে বিক্রির ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর ৩শ কোটি পাউন্ডের শেয়ার বিক্রি করা হবে।
আরএম/