অদ্ভূত এক সমস্যায় পড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সমস্যা হলো দুটি ম্যাচ নিয়ে। কারণ, একই দিনে তাকে খেলতে হবে দুই দেশের দুই ম্যাচ। আগামী জুন মাসের শিডিউলে এমনই এক সমস্যার সম্মুখিন করেছে ভারতীয় অধিনায়ককে।
যুক্তরাজ্য সফরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭ এবং ২৯ জুন দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই সিরিজে কোহলিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।
ইংলিশ ক্লাব কাউন্টি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দলের সাথে যোগ দেয়ার পর মৌসুমের সব ম্যাচ খেলবেন কোহলি। যার শেষটি শুরু হবে আগামী ২৫ জুন, শেষ হবে ২৮ জুন।
ফলে ইয়র্কশায়ারের বিপক্ষে সারের শেষ ম্যাচে কোহলি মাঠে নামলে ম্যাচের তৃতীয় দিনে তাকে পড়তে হবে ঝামেলায়। কেননা তৃতীয় দিন অর্থাৎ ২৭ জুন আবার আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করার কথা তার। ফলে সারের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত ২৭ জুনে একই দিনে দুই দেশে দুইটি ম্যাচ অপেক্ষা করছে কোহলির জন্য।