ডব্লিউএইচও বুধবার বলেছে, করোনাভাইরাসে দৈনিক সংক্রমনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা অতি শিগগির ৫০ লাখের ‘দুঃখজনক মাইলফলক’ ছুঁতে যাচ্ছে।
সংস্থাটির প্রধান ট্রেডর্স আধাম গেব্রিয়াসস বলেছেন, মঙ্গলবার ডাব্লিউএইচও ১ লাখ ৬ হাজারেও বেশি লোকের সংক্রমনের রিপোটর্ পেয়েছে, যা গত ডিসেম্বর মাসে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দৈনিক আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।
সংস্থাটি তার কার্যক্রম সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচন্ড চাপের মধ্যে রয়েছে।
জেনেভা ভিত্তিক ডাব্লিউএইচও-এর করোনাভাইরাস রোগের ড্যাশবোর্ড বলছে মঙ্গলবার বিশ^ব্যাপী ১ লাখ ৬ হাজার ৬৬২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
বিশে^র দেশগুলোতে ব্যাপক পরীক্ষণ কর্মসূচি গ্রহণের পর এই নতুন সংখ্যা নির্ণয় হয়েছে। মহামারী এখনো পর্যন্ত বেড়েই চলেছে।
অপেক্ষাকৃত গরীব দেশগুলিতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ট্রেডর্স বলেন, ‘এই মহামারি নিয়ে আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।’
এএফপি’র তথ্যানুসারে,গত বছরের ডিসেম্বরে চীনে নোভেল করোনাভাইরাসের উৎপত্তি থেকে এ পর্যন্ত ৪৯ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।