হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে , “গোটা বিশ্বজুড়ে ১০,০০০ কোটির বেশি মেসেজ পাঠানো হয়েছে ৩১ ডিসেম্বর। মাত্র একটি দিনে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা চমকে দিয়েছে বাকি মেসেজিং অ্যাপকে।
হোয়াটসঅ্যাপ বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপ। প্রায় ২ বিলিয়ন ইউজার রয়েছে এই মেসেজিং অ্যাপলিকেশনে। ৩১ তারিখ শুধু মেসেজ নয়, একই সঙ্গে স্টিকার ছবিও শেয়ার হয়েছে। গত বছর শুরুর প্রাক্কালে, হোয়াটসঅ্যাপে ৭৫ বিলিয়ন মেসেজ শেয়ার হয়। যার মধ্যে ১৩ বিলিয়ন এরও বেশি ছবি এবং ৫ বিলিয়ন ভিডিও ছিল।
গত এক বছরে, টেক্সট মেসেজিং বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের সর্বাধিক জনপ্রিয় ফিচার ছিল, এরপরে স্ট্যাটাস এবং ছবি মেসেজ পাঠানো। সম্প্রতি কলিং এবং ভয়েস নোট সংযুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে।
২০২০ সালে, হোয়াটসঅ্যাপে প্রত্যাশিত আরও অনেকগুলি ফিচার আসতে চলেছে। ডার্ক থিম ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস বিটাতে বেশ কয়েকবার ধরা দিলেও এখনও পর্যন্ত স্থিতিশীল সংস্করণে স্থান পায়নি।
আজকের বাজার/লুৎফর রহমান