বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মেয়াদ এক দিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের দুই দিন সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবদুর রউফ বহুল পঠিত একটি দৈনিককে এ তথ্য জানিয়েছে।
এবারের মেলা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিছিয়ে ৯ জানুয়ারি শুরু হয়। মেলার নির্ধারিত সময় ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার শেষ হওয়ার কথা ছিলো। তবে ব্যবসায়ীদের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন সময় বাড়ানোয় শনিবার শেষ হবে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
কয়েক দিন আগে মেলায় স্টল নেওয়া ৮০-৯০ জন ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবদুর রউফ ওই দৈনিকটিকে জানান, ব্যবসায়ীদের আবেদনে বাণিজ্য মন্ত্রণালয় সময় এক দিন বাড়িয়েছে। বাড়তি এক দিনের জন্য স্টলমালিকদের এক দিনের ভাড়া দিতে হবে।
উল্লেখ্য, সাধারণত প্রতিবছরই ব্যবসায়ীরা মেলার সময় কয়েক দিন বাড়িয়ে দেওয়ার দাবি করেন। কারণ যৌক্তিক মনে করলে মন্ত্রণালয় মেলার সময় বাড়িয়ে দেয়। ২০১৭ সালে মেয়াদ ৪ দিন বাড়ানো হয়েছিল। তবে ২০১৮ সালে সময় বাড়ানো হয়নি।
আজকের বাজার/এমএইচ