চীনের কাছে হং কং হস্তান্তরের ২৫তম বার্ষিকী উপলক্ষেে এক বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এক দেশ দুই ব্যবস্থার অধীনে হং কং পরিচালনার মডেল পরিবর্তন করার ‘কোন কারণ নেই’।
শি বলেন, ‘ মডেলটি ভালো সিস্টেম’। এটি পরিবর্তনের কোন কারণ নেই এবং এটিকে দীর্ঘ মেয়াদে বহাল রাখতে হবে।
তিনি বলেন, বেইজিং যা করছে, তা হং কংয়ের ভালো’র জন্যই করছে।