নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ানে বদলি হিসেবে দলে ঢুকেছেন দুইজন ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ধাওয়ান। তারপরই মাঠ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। সে ম্যাচে ব্যাটও করতে পারেননি তিনি। চোট গুরুতর হওয়ায় তাকে বাইরে রেখেই দল করেছে নির্বাচকরা।
শিখর ধাওয়ানের জায়গায় টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। একদিনের সিরিজের স্কোয়াডে ঢুকেছেন তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ।
ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, শিভম দ্যুবে, রিশাভ পান্ট, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর ও নবদ্বীপ সাইনি
ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, পৃথ্বী শ, মনীশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রিমাভ পান্ট, শিভম দ্যুবে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা. জসপ্রীাত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, শার্দুল ঠাকুর ও কেদার যাদব।
আজকের বাজার/আরিফ